রাইখালী তে বিনয় কুমার তনচংগ্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ফ্রেন্ড,স সার্কেল ক্লাব কতৃর্ক আয়োজিত স্বর্গীয় বিনয় কুমার তনচংগ্যার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আজ দশই এপ্রিল(শুক্রবার) থেকে শুরু হয়। উদ্বোধনী ম্যাচে ক্লাবের প্রতিষ্ঠাতা বিশু তনচংগ্যা শুভ উদ্বোধন করেন। ক্লাবের সভাপতি ও টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক পাইচিং মারমার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কিবাংগু কার্বারী, সহ সাধারন সম্পাদক উসিংথোয়াই মারমাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। রাইখালী ইউনিয়নের বিভিন্ন ক্লাব সংস্থা ও যুব সংঘের এই টুর্ণামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে । আজ উদ্বোধনী ম্যাচের মিরিছড়া যুব সংঘ বনাম নোয়াপাড়া এ গ্রুপ দুই- এক গোলে নোয়াপাড়াকে পরাজিত করে এবং ভালুকিয়া তারকা সংঘ বনাম তিনছড়ি তনচংগ্যা পাড়া যুব সংঘ দুই-তিন গোলে ভালুকিয়া তারকা সংঘকে পরাজিত করে। উল্লেখ্য যে, স্বর্গীয় বিনয় কুমার তনচংগ্যা একজন উদীয়মান ক্রীড়াবিদ ও ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের সাবেক হিসাব রক্ষক সম্পাদক ছিলেন । গত ৭ জুলাই এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহত হন। ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্বর্গীয় বিনয় কুমার তনচংগ্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত