একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে “বিডি ক্লিন”

নিজস্ব প্রতিবেদক

 

সোহাগ আরেফিনঃ

আজ শুক্রবার হালিশহর শাখা বিডি ক্লিন- এর টিম মনিটর রেজাউল করিম এর পরিচালনায় এবং চট্টগ্রাম মহানগড় বিডি ক্লিন এর সমন্নয়ক রাহিদ খলিলের সঞ্চালনায় হালিশহর থানা এলাকায় আরো একটি ইভেন্ট শেষ হয়। এই ইভেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব আবুল হাসেম, হালিশহর ওয়ার্ড যুবলীগ নেতা জনাব ফারুক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সদস্য সোহাগ আরেফিন, হালিশহর থানার সেকেন্ড অফিসার মোবারক আলম এবং “বিডি-ক্লিন” ইভেন্ট এর  ৫২ জন তরুণ তরুণী। এসময় হালিশহর থানার অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হক বলেন

“পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” তাছারা বিডি ক্লিনের সারা বাংলাদেশ এ ছরিয়ে থাকা সদস্যরা যে প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এতে করে একদিন বাংলাদেশ ও পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবেন আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক, এ লক্ষে আমার বা আমার থানার সব রকম সহযোগীতা থাকবে,
এরপর তিনি সকল সদস্য কে বিডি ক্লিন এর শপথ বাক্য পাঠ করান। উল্লেখ প্রতি শুক্রবার শহরের যেকোনো একটি স্থান বাছাই করে পরিচ্ছন্নতার কাজ করা হয়। পরিচ্ছন্নতার কাজসহ মানুষকে সচেতনতার মাধ্যমে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করে সঠিক স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা হয়। বেশ সাড়াও মেলে এই ইভেন্টে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত