
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর)
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রাঃ) মাজারের সিন্দুকের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে সিন্দুকে কি পরিমাণ টাকা ছিল, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার(১৪ই জানুয়ারী) ভোর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা সিন্দুকের তালা খোলা দেখতে পায়। মুসল্লি ও স্থানীয়দের কাজ থেকে জানাগেছে, মঙ্গলবার ফজরের নামাজের আগে ঘটনাটি ঘটেছে। ফজরের নাম পড়তে গিয়ে মুসল্লিরা মাজারের সিন্দুকের তালা খোলা অবস্থায় দেখেন। তালাটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। পরে মাজার কমিটি বিষয়টি পুলিশকে অবহিত করেন। চুরির ঘটনা জানতে পেরে শতশত মানুষ মাজার এলাকায় ভীড় জমান। সিন্দুকে কি পরিমান টাকা ছিলো তার কোন তথ্য পাওয়া যায়নি। লালপুর থানার ওসি সেলিম রেজা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মাজার কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।’