সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 

আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারী সকাল সাড়ে দশটায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব নাজমুল হক নজু, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের কনসালটেন্ট আলহাজ্ব দলিল উদ্দিন খান। সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।
সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি বলেন, ভাল পড়াশুনার মাধ্যমে বিশুদ্ধ জ্ঞান অর্জনের পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের, নিজের এবং পরিবারের সুনাম অর্জন করতে হবে। আজকে ভালভাবে জ্ঞান অর্জনই আগামী দিনের চলার পথে ভিত্তি হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠার আহবান জানানো হয়। সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত