
বিশেষ প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস জয় গুরু ধামে শ্রীমৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজ্জীর ২৭ তম তিরোভাব দিবস উপলক্ষে জয়গুরু ধাম পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ভক্তবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযঞ্জ, ধর্মীয় সংগীতানুষ্টান ভগবতীয় আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযঞ্জ জয় গুরু ধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে গত ২১ জানুয়ারি সকালে মঙ্গল দ্বীপ প্রজ্বলন ও নগর জাগরনী কীর্তন, শ্রী শ্রী ভাগবত গীতাযঞ্জের শুভরম্ভ হয় । বিকাল ৫ ঘঠিকার সময় মহতী ধর্ম সম্মেলন শুভ উদ্বোধন করেন লায়ন রতন কুমার শীল। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন জয় গুরু ধামের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি দুলাল চন্দ্র দে, ধমীয় সম্মেলনে সভাপতিত্ব করেন নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, প্রধান ধর্ম তত্ব আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান ও বিশ্ব পরিব্রাজক সন্ন্যাসী প্রতিষ্ঠাতা ও মঠাধীশ্বর শংকর বেদাম্ভমঠ ও মিশন , মাগুরা, বাংলাদেশ,ও বারাসাত, কলকাতা ভারত শ্রীমৎ স্বামী বিবোধানন্দ স্বরসতি মহারাজ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর স্বধম পরিপোষক দীপেন সাহা, সংবর্ধিত অতিথি ছিলেন প্ররারাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় সিকদার, বিশেষ অতিথি ছিলেন প্রদ্যুৎ সিকদার খোকন, ধমসভা পৌরহিত্যে করেন রাঙ্গুনিয়া শিলক গৌরাঙ্গ মন্দির অধ্যক্ষ শ্রী স্বরূপ দাশ,অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন চট্রগ্রাম গৌবিন্দ মহারাজ সম্প্রদায় সুমন পাল। এসময় উপস্থিত ছিলেন সুধীর শিকদার,বাদল দাশ,অরুন দাশ,