লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং মহানগর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

[checklist][/checklist]

 

Photo
ছবিঃ খাদ্য সামগ্রী বিতরণে লায়ন্স ও লিও কর্মকর্তারা

মশিউর রহমান চৌধুরী মাহি

চট্রগ্রাম লিও ক্লাব প্রতিনিধি
লায়ন্স ও লিও ক্লাব মহানগর এর খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান সম্পন্ন আজ ১৫ই সেপ্টেম্বর,২০১৮ নগরীর ফিরিংগি বাজারস্থ অভিবাবকহীন কন্যা শিশুদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান উপলব্ধি ফাউন্ডেশন এ লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং মহানগর এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয় যা উক্ত প্রতিষ্ঠানের ৬৬ জন শিশুর ২ মাসের খাদ্য সংস্থান করবে।   রিজিয়ন চেয়ারপারসন লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ এর সঞ্চালনায় ও ক্লাব সভাপতি লায়ন সঞ্জিবন চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি-৪,বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ।

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোসলেহ উদ্দিন খান, আরসি হেডকোয়াটার লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, আরসি লায়ন উত্তমকুমার দাশ,  জোন চেয়ারপারসন লায়ন পরিমল কান্তি দাস, ও লায়ন রতন কুমার শীল, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার দিবাকর সেনগুপ্ত ও   লায়ন সুজিত কুমার দত্ত, ক্লাব সেক্রেটারী লায়ন পরেশ কুমার চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী লায়ন শ্যামল কুমার ধর ও সদস্য সুভল সরকার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও মশিউর রহমান চৌধুরী মাহী, লিও ক্লাব মহানগরের সদস্যবৃন্দ। প্রধান অতিথি এসময় বলেন লায়নরা সমাজের অসহায় দুস্থ্য ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিকারঅর্থেই  প্রসংসার দাবিদার।   তিনি এতোগুলো ঠিকানাহীন শিশুর দায়ীত্ব গ্রহন করে তাদের লালন পালন সহ শিক্ষিত করে তোলার উদ্যোগ গ্রহন করায় উপলব্ধি ফাউন্ডেশন এর ভূয়সী প্রসংসা করেন এবং লায়ন্স ক্লাব মহানগর কে ধন্যবাদ জানান অসহায় শিশুদের সহায়তার জন্য।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত