
কাপ্তাই প্রতিনিধি :
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২৮ জানুয়ারী) উপজেলার ৫ টি ইউনিয়নের ৩ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন, ৩ নং চিৎমরম ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রতিযোগিতা উদ্বোধন
করেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, তথ্য সেবা আপা তাহমিনা আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা।
এদিকে ৪ নং কাপ্তাই ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের জাতীয় সংগীত প্রতিযোগিতা মঙ্গলবার কাপ্তাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই ভেন্যুতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত। ২ নং রাইখালী ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের জাতীয় সংগীত প্রতিযোগিতা নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এখানে বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্ল্যা আল বাকের, কাপ্তাই ইসলামি মিশনের প্রোগাম অফিসার সাব্বির হোসেন এবং উপজেলা কানুনগো মনিরুল ইসলাম।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ।