কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাপ্টেন এম এ মুকিত খান

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধি :

বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম এ মুকিত খান বলেন, শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞানোজন এর মাধ্যমে আলোকিত মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে, তবেই সমাজ দেশ উপকৃত হবে। তিনি বুধবার(২৯ জানুয়ারী) কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ এবং এস এস সি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এসময় ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এনামুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ নৌ ঘাঁটির পদস্ত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।এর আগে স্কুলের শিক্ষার্থী মিদিপ্রু মারমা এবং অরিত্রি তালুকদারের সঞ্চালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত