
ঢাকা ব্যুরো অফিসঃ
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও “অপরাধ বিচিত্রা” সম্পাদক সৈয়দ মোঃ মোরশেদের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম সভাপতি মানবাধিকার কর্মী কবি ও লেখক মোঃ কামরুল ইসলাম। মত বিনিময় সভায় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ বেলায়েত হোসেন,শওকত আকবর,অপরাধ বিচিত্রার সাংবাদিক মিসেস নাজনীন সহ অন্যান্য কর্মকর্তা উপস্হিত ছিলেন। জনাব মোরশেদ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটিকে আরো গন মানুষের কল্যানমুখী কর্মসুচি গ্রহন করার অনুরোধ করেন ও ভবিষৎ এ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভাপতি মোঃ কামরুল ইসলাম বলেন,বিক্রয় বা বানিজ্যিক উদ্দশ্য ব্যতীত পন্যের মুল্য পরিশোধ বা বাকিতে পন্য বা সেবা যারা ক্রয় করে তারা ভোক্তা।একজন ভোক্তার জাতিসংঘ স্বীকৃত ৮ টি অধিকার রয়েছে।যেমন- মোলিক চাহিদা,তথ্য,নিরাপদ খাদ্য,পছন্দ,জানা,অভিযোগ প্রতিকার,ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান,সুস্হ পরিবেশ। অন্যদিকে এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষন করা,নিরাপদ খাদ্য বা সেবা নিশ্চিত করা। সেবা বা পন্য ক্রয়ে প্রতারনা রোধ করা। অধিকার ও দায়িত্ব সম্পর্কে গনসচেতনতা সৃষ্টি করা। যা বাস্তবায়নে বানিজ্য মন্ত্রনালযের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্টেট বা ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেটগন পালন করেন।এই ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় চেয়ারম্যান বিভিন্ন পত্রিকার সাংবাদিক সর্বস্তরের প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।