
নিজস্ব প্রতিনিধি,আনোয়ারা,চট্টগ্রাম :
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য এস.এম. আলমগীর চৌধুরীকে ছুরিকাঘাত করেছে দুস্কৃতকারীরা ।
শুক্রবার রাতে নগরের মুরাদপুর এলাকায় নিজ বাসার সামনে এ হামলা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই)
আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলমগীর চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আনোয়ারায়
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ভূমি প্রতিমন্ত্রী
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বাসায় যান আলমগীর চৌধুরী। রাতে বাসায়
ফেরার সময় ১০ থেকে ১২ জন লোক পেছন থেকে তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায়
এখনো মামলা হয়নি।