টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ব্যাডমিন্টন কাপ-২০২০ ফাইনাল আজ

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ব্যাডমিন্টন কাপ-২০২০ ফাইনাল আজ। উক্ত টুর্ণামেন্টে ৩২টি টিম অংশগ্রহণ করেন। টেকনাফ উপজেলা ব্যাডমিন্টন কাপ ২০২০ আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৮টায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩২টি টিমের মধ্যে এ-গ্রুপ থেকে জালিয়াপাড়ার সাদ জুটি ও বি-গ্রুপ থেকে অলিয়াবাদ টিএস ব্রাদার্স ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া সেমি ফাইনাল থেকে ঝড়ে পড়া দু’টি দল যথাক্রমে টিআর জুটি ও নাফ জুটির মধ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট দুটি ম্যাচ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাকঁজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজা-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জনপ্রিয় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
সভাপতিত্ব করবেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুর,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা খেলোয়ার সমিতির সভাপতি মোঃ আলম বাহাদুর,সম্বনয়ক ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক ও উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের যুগ্ন-আহবায়ক নুরুল হোসাইন, ঢাকা ব্যাংকের অপারেশন কর্মকর্তা সেফায়েতুল ইসলাম।
মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সিলভার কাপের পরিচালক হারুন অর রশিদ ও যুগ্ম আহবায়ক খোরশেদ আলম। আম্পায়ার দায়িত্বে থাকবেন জীবন বড়ুয়া ও মোহাম্মদ উল্লাহ প্রমূখ। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সকলে আমন্ত্রিত।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত