
তানভীর আহমেদ :
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠার পর থেকেই বন্দরনগরী চট্টগ্রামের খলিফাপট্টি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং উত্তেজনা বিরাজ করছিল। ফাইনালে দিন তা আরো ব্যাপকতা লাভ করে। কারন বন্দর নগরী চট্টগ্রামের খলিফাপট্টি এলাকার সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য ওপেনার পারভেজ হোসেন ইমন। তাই সকাল থেকেই এলাকাবাসীর খেলা দেখার তাড়না। দুপুরে খেলা শুরু হতেই খলিফাপট্টি বাসী টিভি সেটের সামনে। ভারত কে ১৭৭ রানে অল অাউট করায় সবাই জয়ের ব্যাপারে অাশাবাদী হয়ে উঠে। খলিফাপট্টির সন্তান পারভেজ হোসেন ইমন কুঁচকির ইনজুরি নিয়ে দেশ প্রেমের টানে অসাধারণ ব্যাটিং নৈপূণ্য প্রদর্শন করে। পরবর্তীতে অধিনায়ক আকবর আলীর অনবদ্য ব্যাটিং নৈপূণ্যে বিশ্বকাপ অর্জন করে বাংলাদেশের দামাল ছেলেরা। জয় সূচক কাঙ্খিত রান হওয়ার সাথে সাথে রাজপথে নেমে আসে খলিফাপট্টি বাসী। অাতশবাজী – পটকা ফুটিয়ে তারা বিজয় মিছিল বের করে। বিজয় মিছিল টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় খলিফাপট্টি এলাকায় এসে শেষ হয়। বিজয় মিছিলের ব্যাপারে ইমনের বড় ভাই ফয়সাল বলেন ” এই বিজয় বাংলাদেশের, এই বিজয় চট্টগ্রামবাসীর,এই বিজয় খলিফাপট্টিবাসীর। বিজয় মিছিলে অামি ও শরিক হয়েছি। অাপনারা সবাই অামার ভাই এর জন্য দোয়া করবেন ” জানা গেছে খলিফাপট্টিবাসী এবং খলিফাপট্টি সোনালী অতীত সংঘ দেশে ফিরলে ইমন কে জমকালো সংবর্ধনা প্রদান করবে।