
টিটু,আনোয়ারা,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য এস এম আলমগীর চৌধুরীর উপর কাপুরুষোচিত হামলার প্রতিবাদে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সদর আবদুল জলিল মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মালেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর ও সাধরণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, এডহক কমিটির সদস্য ফজলুল করিম বাবুল, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,বৈরাগ ইউপি চেয়ারম্যান সোলায়মান, বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী,বারশত ইউপি চেয়ারম্যান
এম এ কাইয়ুম শাহ সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
উপস্থিতি বক্তারা বলেন,গত শুক্রবার বাসায় ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় উপজেলা আওয়ামীলীগ নেতা এস এম আলমগীর চৌধুরী আহত হয়েছে। তার ওপর পরিকল্পিতভাবে এই হামলাটি করা হয়েছে। যারা এই হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।তারা আরও বলেন যারা রাতের অন্ধকারে পিছন থেকে হামলা করেছে তারা কাপুরুষ,যারজ সন্তান। তাদের আটক করে বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।প্রতিবাদ সভার শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সদর প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।