কাপ্তাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক এর মাধ্যমে বায়ান্নের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলেন আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর সকাল ৮ টায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তর এর জনগণের অংশগ্রহনে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর হতে প্রভাতফেরী বের হয়। প্রভাতফেরীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন সহ নানা শ্রেণী পেশার জনগণ অংশ নেন। প্রভাতফেরী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯,.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা রেস্ট হাউজে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত