২১শে ফেব্রুয়ারী উপলক্ষে গ্রীন লিফ ম্যাগাজিন এর মোড়ক উন্মোচিত- ২০২০

নিজস্ব প্রতিবেদক

 

২১শে ফেব্রুয়ারী ভাষা দিবস উপলক্ষে করে গ্রীন লিফ ম্যাগাজিন এর মোড়ক জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে উন্মোচিত হয়। ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান বাদল, সহকারী সম্পাদক- সুপ্রভাত বাংলাদেশ,অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ডাঃ প্রীতি বড়ুয়া প্রধান উপদেষ্টা গ্রীন লিফ ও এম.বি.এস.এম.সি.পি(গাইনী),প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন লায়ন নবাব হোসেন মুন্না, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের চৌধুরী, ব্যবসায়ী সাহেদুল ইসলাম চৌধুরী, কবি,লেখক ও শিক্ষক উওম কুমার আচার্য, এহসানুল হক রুবায়েত সভাপতি চট্রগ্রাম মডিয়া, সাংবাদিক শিব্বির আহম্মেদ যুক্তিবাদী, অভিনেতা এম আর সি বাবু, ইঞ্জিনিয়ার বাবুল চৌধুরী সহ ম্যাগাজিন ও হৃদয় টিভি গ্রুপের সদস্যরা। ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রীণ লিফ এর সম্পাদক তসলিম হাসান হৃদয় তিন জন কে গুনিজন সম্মাননা প্রদান করেন মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান এর জন্য ডাঃ প্রীতি বড়ুয়া, সাংবাদিকতায় বিশেষ অবদান এর জন্য সুপ্রভাত বাংলাদেশ এর সহ সম্পাদক কামরুল ইসলাম বাদল ও মানুষ গড়ার কারিগর ও সাদা মনের মানুষ হিসেবে শিক্ষক উত্তম কুমার আচার্য কে সম্মানিত করা হয়। সভাপতি প্রীতি বড়ুয়া তার বক্তব্যে গ্রীন লিফ ম্যাগাজিন বই এর প্রশংসা করে বলেন, এমন ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ হলে সমাজ লাইফ স্টাইল ম্যাগাজিন এর প্রতি আকৃষ্ট হবে। প্রধান অতিথি কমারুল হাসান বাদল তার বক্তব্যে গ্রীণ লিফ এর উন্নতি কামনার সাথে, সাথে এমন আরো ম্যাগাজিন বই নিয়মিত বের করতে বলেন। ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন, লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন বই যে সব সময় মডেলের সৌন্দর্য আর সুন্দর চেহারার উপুড় নির্ভর করে সেটা নয়। মডেল হবে বাস্তব জীবনে চাওয়া পাওয়ার ও শিক্ষনীয় বিষয় নিয়ে ফুটিয়ে তোলার জন্য নিজের সৌন্দর্য আর ফ্যাশনের মডেল।তিনি আরো বলেন আমি চেষ্টা করেছি ম্যাগাজিন টাকে নতুনভাবে উপস্থাপন করতে পাঠিকদের কাছে সেই সাথে শিক্ষনীয় বিষয় এর উপুড় জোর দিয়েছি। তিনি আশা করেন ম্যাগাজিনে পাঠক কিছু হলেও শিক্ষনীয় পাবে।(প্রেস বিজ্ঞপ্তি)

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত