সিটি নির্বাচনের পর মহানগর যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

 

আজকের কর্ণফুলী ডেস্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরপরই মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলন হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।সোমবার (২ মার্চ) রিমা কমিউনিটি সেন্টারে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এ তথ্য জানান তিনি।যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় সভায় মহানগর যুবলীগের বিষয়ে বক্তব্য শোনা হয়।মহানগর যুবলীগের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা বক্তব্য দেন।এ সময় মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তার কাছে জানতে চান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। মাইনুল হাসান খান নিখিল জানতে চান- মহানগর ৪১টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক কই?দেলোয়ার হোসেন খোকা বিভিন্ন ওয়ার্ডে কমিটি না থাকার কথা জানালে শিঘ্রই নির্বাচনের পরে কমিটি করার নির্দেশনা দেন তিনি।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর মহানগর যুবলীগের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন মাইনুল হাসান খান নিখিল।এর আগে দক্ষিণ জেলা যুবলীগ ও উত্তর জেলা যুবলীগের নেতাদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত