জাম্বুরী মাঠ সরকারী ( বহুতলা) কলোনীর পুলিশ পরিবার বর্গের ২য় বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

বিশেষ প্রতিনিধিঃ
গত ৬ মার্চ চট্টগ্রামের জাম্বুরী মাঠ সরকারী বহুতলা কলোনী পুলিশ পরিবার বর্গের সরব উপস্থিতি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ২য় মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা, বিকেল থেকেই পুলিশ বর্গের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ, সন্ধ্যা হতেই তিল ধরার টাই ছিল না অনুষ্ঠান স্হলে। থাকবে বা কেন এই যে প্রাণের উৎসব, প্রতিটি হৃদয়ের মনে মিলনের মেলা। শেষ বিকালে ডবু সূর্যের আলো আধারী খেলার মনোমুগ্ধময় মহুর্তে জাম্বরী মাঠ সরকারী কলোনী এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে শুরু হওয়া মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাম্বুরী মাঠ সরকারী কলোনী এসোসিয়েশনের সভাপতি মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, সার্জেন্ট অব পুলিশ তৌহিদুল আরেফিন, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাম্বুরী মাঠ সরকারী কলোনী এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুর রশিদ প্রধানিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জাম্বুরী মাঠ সরকারী কলোনী মসজিদ কমিটির সভাপতি নুরুল হুদা,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাম্বুরী মাঠ সরকারী কলোনী এসোসিয়েশনের সাবেক সভাপতি সামছুল আলম,অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবুজাফর সিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া, রাত ৮ টার দিকে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, গান নাচে ভরপুর সাংস্কৃতিক আয়োজনে মিলন মেলা পরিপূর্ণতা পায়। এর পর সকলে আপ্যায়নের মধ্যে দিয়ে সমাপ্তি হয় মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা র।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত