
নেওয়াজ মাহমুদ নাহিদঃ
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ও শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান পারভীন আক্তার বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ উমিরুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি, কেশবপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা, ব্রাক প্রতিনিধি রাখিয়া খাতুন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।