
আরেফা রাব্বী মিলি
সময় কই সময়ের এখন,
একটু তাকাবে মায়ার সাথে।
সময়ের স্রোতে যাচ্ছে চলে,
আবেগ মড়িয়ে ঊর্ধ্বশ্বাসে।
সবকিছু তার দ্রুতই চাই,
নেইকো সময় অপেক্ষাতে।
মায়ার জালে জড়ায় নাতো,
সফলতার আলোকপাতে।
একে একে সব আবেগ,
যায় চলে যায় নির্বাসনে।
মায়ায় ভরা মুখগুলোর সব,
তাই ভেসে যায় বিবর্তনে।
একটু শান্তি শীতল ছায়া,
আনতে ছুটে দিকবিদিকে।
নিবিড় ছায়া আছে যে ঘিরে,
দেখার সময় নাই সেদিকে।
আবেগ শূন্য পথের ধুলো,
হাওয়ায় উড়াতেই ভালো লাগে।
নিষ্ঠুরতা এখন নিষ্টাবান,
সময় তাকে এনামেই ডাকে।