লালপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

নেওয়াজ মাহমুদ নাহিদঃ

“মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধের উপায় সহ এই ভাইরাসের যাবতীয় বিষয়ে সকলকে অবহিত করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্যনেল চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালক ডাঃ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আদম আলী, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত