কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের নতুনবাজার এলাকায় করোনা ভাইরাসকে ইস্যু করে ক্রেতা সাধারণ হতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল শনিবার(২১মার্চ) বিকালে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ৫ টি দোকান হতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এই সময় তিনি এই পরিস্হিতিতে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করার জন্য সতর্কতা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান,মাহামারি করোনা আতঙ্কে কিছু অসাধু ব্যবসায়ী হঠ্যাৎ করে নিত্যপন্যের দাম বৃদ্ধির কারনে এ অভিযান পরিচালনা করা হয়। নতুন বাজার এলাকায় বাজার ব্যবসায়ী নিত্যপণ্য পেঁয়াজের দাম রশিদমূল্যর ব্যতিত অতিরিক্ত দাম নেওয়া এবং কোন,কোন দোকানে দ্রব্যমূল্যর রশিদ না রাখার কারনে ভোক্তা অধিকার আইনে এ ধরনের ৫টি দোকান হতে দশ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।এসময় কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলীল,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,অর্থ সম্পাদক নুর হোসেন মামুনসহ বাজার কমিটির লোকাজন উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত