
কোরবান আলী টিটু আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে নেমেছে। তাদের আন্দোলনে জনগণ আর সাড়া দেবে না। তিনি বলেন, দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণ তাদের ডাকে আর কখনো সাড়া দেবে না।
রবিবার (২৩ সেপ্টেম্ব) একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় চট্রগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কর্ণফুলীর ক্রসিং এলাকায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিজেরাই আন্দোলনে ব্যর্থ হয়ে কোমলমতি শিশুদের আন্দোলনে উসকানি দিয়ে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। ঈদের পরে অন্দোলনের হুমকি দিয়ে দশ বছরে বিশটি ঈদ পেরিয়ে গেছে কোনো আন্দোলনই সফল করতে পারেনি তারা। আওয়ামী লীগের দশ বছরের ক্ষমতায় প্রত্যেক গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং দশ টাকা মূল্যে চাল দেওয়া হচ্ছে। চট্টগ্রামে টানেল নির্মানের মাধ্যমে চট্টগ্রামকে স্বপ্নের নগরীতে সাজানো হবে।
বিএনপির উদ্দেশ্য তিনি বলেন কর্ণফুলী আজ আওয়ামীলীগের আস্তানায় পরিণত হয়েছে। এখানে বিএনপি কে আর চাইনা, জাবেদের নেতৃত্বে নৌকার বিজয় হবে বলেন ওবাইদুল কাদের।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছ্ন মাহামুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ ও ভুমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, সংরক্ষিত মহিলা সাংসদ ওয়াসিকা আয়শা খান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ,সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, পটিয়ার সাংসদ সামসুল হক চৌধুরী,চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ ছালাম,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুুল কালাম চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক শাহজাদা মহিউদ্দীন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন,দক্ষিন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।