নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বল্প আয়ের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

 

রিপন চৌধুরীঃ

করোনার প্রাদুর্ভাব রোধ করতে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। এ অবস্থায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। আর এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। অন্যদিকে, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ এ সময় কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে। এসব মানুষের জন্য দ্রুত রেশনিং ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন স্বল্প আয়ের শ্রমজীবী ও সাধারণ মানুষ তারা বলেন, করোনা ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। এদিকে দেশের মানুষ যখন করোনা ভাইরাসের কবল থেকে নিজেদের বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, তখন কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত হয়ে উঠেছে। জাতির ক্রান্তিলগ্নে এ ধরনের আচরণ অত্যন্ত বেদনাদায়ক ও নিচু মানসিকতার পরিচয় বহন করে। নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দ্রুত দেশের স্বল্প আয়ের শ্রমজীবীদের রেশনিং ব্যবস্থাসহ সর্বত্র ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত পণ্য ক্রয়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত