করোনা আতঙ্কে টেকনাফে বেড়ে গেল চালের দাম:মাঠে নামছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

 

ফরিদ বাবুল, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কিছু অসাধু চাউল ব্যবসায়ী এ মহা দূর্যোগের সময় মূল্য বৃদ্ধি করে চাউল বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যখন সারা পৃথিবীতে চলছে মহাবিপদ সংকেত। এ বিপদে যে যার অবস্থান থেকে নিজের ধনসম্পদ থেকে সহায়তা দিচ্ছে। সরকারি হুকুম মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার ফলে ছোট-বড় ব্যবসায়ীদের আয়ের উৎস বন্ধ । সরকার আপনাদের ব্যবসা করার সুযোগ দিয়েছে এ আপদকালীন সময়ে ব্যবসায়ী চিন্তা না করে কিছুটা হলেও অনাথ, অসহায়, হতদরিদ্র মানুষের সেবা করার জন্য। আর এই সুযোগ কাজে লাগিয়ে আপনি যেখানে মূল্য কম রাখার কথা সেখানে স্বাভাবিকের চেয়ে ২৫% দাম বেশি নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও মিডিয়ার কাছে বারবার অভিযোগ আসছে। কিন্তু প্রশাসন সাধারণ মানুষের জীবন রক্ষায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যস্ততার কারণে বাজার মনিটরিং করতে পারছেনা। তবে হঠাৎ যে কোন সময় আপনার বিরুদ্ধে জমাকৃত অভিযোগ নিয়ে মোবাইল কোর্টে দোকান সীলগালাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
বিপদ কখন কিভাবে কার উপর আসে কেউ দেখেনা। সাধারণ ক্ষুদার্ত হতদরিদ্র মানুষের খাদ্যভাবের বিপদ হইতো এখন আপনি দেখেও দেখছেন না। ভুলে যাবেননা হইতো আপনার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে যাহা আল্লাহ ছাড়া কেউ জানেনা।
সুতরাং টেকনাফ উপজেলার সকল চাউল ব্যবসায়ী ভাইদের প্রতি সতর্কতার সাথে বিনীত অনুরোধ প্রশাসন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে নিজের বিবেক দিয়ে নিজে আত্মশুদ্ধির মধ্যমে মানুষের সেবায় ব্যবসা করুন। অন্যথায় খুব শীঘ্রই প্রশাসন আপনাকে ধরছে/ধরবে ছাড় পাবেনা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত