লালপুরে সরকারি আদেশ অমান্য করায় হোটেল ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর বাজারের লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে বাংলাদেশ দন্ড বিধি ২৬৯ ( মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ) ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে উপজেলা নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট উম্মুল বানীন দ্যুতির নেতৃত্বে লালপুর উপজেলার সকল বাজারে জনসমাগম রোধ, সামা‌জিক দুরত্ব নি‌শ্চিত কর‌ন ও দ্রব্যমূল্য সাভা‌বিক রাখ‌তে এ তদারকি অভিযান প‌রিচালনা করা হয়।
এসময়  সরকা‌রি আদেশ অম‌ান্য ক‌রে ব্যবসা প্র‌তিষ্ঠান খোলা রাখায় লালপুর বাজা‌রে লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের প্রো: মিলন সাহাকে  বাংলাদেশ দন্ড বিধি ২৬৯ ( মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ) ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত