করোনাভাইরাস: চট্টগ্রামে প্রথম রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন।শুক্রবার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার ৩১ জনের করোনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ।করোনা আক্রান্ত পুরুষটির বয়স ৬৭ বছর। তিনি নগরের দামপাড়া এলাকার বাসিন্দা।আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন বলে জানান চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হলো। এই মুহূর্তে ঘর থেকে বের না হয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।এর আগে গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চলছিল চট্টগ্রামের বিআইটিআইডিতে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত