লক ডাউন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে।দিন মজুর,কুলি,রিকশা ওয়ালা এমনকি সিএনজি, অটোরিকশা চালক ও দিনে এনে দিনে খায়। দিন মজুররা কাজ পেলে তাদের চুল্লিতে আগুন জ্বলে। দু’বেলা ভাত খেতে তাদের কে সারাদিন পরিশ্রম করতে হয়। এরা দেশের যে কোন পরিস্থিতিতে কাজে যায়। কারণ কাজ না করলেই কপালে ভাত জুটবেনা।করোনা ভাইরাস আজ সারাপৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। চীন, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেনের মতো উন্নত দেশের অবস্থা খুব মারাত্মক। আজকের দিনের তথ্য মতে সারা পৃথিবীতে করোনা ভাইরাসে ৪ লাখ ২২ হাজার ৮শোরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১৮ হাজার ৯০৭ জন মানুষ মারা গেছেন।ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ দেশে অনেক প্রবাসী স্বদেশে ফেরত এসেছে। তাদের দ্বারা মূলত এই ভাইরাস দেশে প্রবেশ করে। বর্তমানে দেশের রোগীর সংখ্যা ৭০ জন।মৃত্যুর সংখ্যা ৮। এই রোগ খুব মারাত্মক আকার ধারণ করে যদি কারো অন্য কোন রোগ থাকে,শ্বাসকষ্ট, ডাইবেটিক,এজমা ইত্যাদি । এই রোগের প্রতিষেধক অদ্যাবধি তৈরী হয়নি। প্রতিরোধ হচ্ছে এক মাত্র উপায়। আক্রান্ত ব্যাক্তির লালা,থুথু, হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। এই ভাইরাস মানুষের নাক মুখ ও চোখ দিয়ে শরীরে প্রবেশ করে। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের এক মাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা।আমরা যদি সচেতন না হয় তাহলে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব হবে না। সবাই যে যার মতো করে প্রতিরোধের উপায় গুলো মেনে চলি,নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখি। সবাই হোম কোয়ারান্টাইন পালন করি। দেশকে বাঁচানোর দায়িত্ব আপনার-আমার হাতে।আপনার-আমার সহযোগিতায় আপনি-আমি বেচে থাকবো।নিন্মবিত্ত মানুষের জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেছে। বিত্তবানদের ও এগিয়ে আসতে হবে দেশ ও দেশের মানুষের জন্য।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য। আপমার ভাষণের একাংশ নিন্মে হুবহু তুলে ধরলাম।
প্রিয় দেশবাসী,
করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে। নিম্ন আয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
ভাষাণচরে ১ লাখ মানুষের থাকার ও কর্মসংস্থান উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে কেউ যেতে চাইলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে। একইভাবে বিনামুল্যে ওষুধ ও চিকিৎসা সেবা ও দেওয়া হচ্ছে।
আমি নিম্ন-আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবিলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি।
রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যবসায়-বান্ধব বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোন গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে।
রপ্তানি আয় আদায়ের সময়সীমা ২ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। মোবাইলে ব্যাংকিং-এ আর্থিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল পরিশোধের সময়সীমা সারচার্জ বা জরিমানা ছাড়া জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধ সাময়িক স্থগিত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ ভাষণে আপনার দেওয়া কর্মসূচির মধ্যে
“গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান”
“বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে। একইভাবে বিনামুল্যে ওষুধ ও চিকিৎসা সেবা ও দেওয়া হচ্ছে।”
“রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে। ”
এই সব কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশ যে কোন পরিস্থিতিতে যে কোন দূর্যোগের মোকাবেলা করতে সক্ষম হবে।
এই সব কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহবান জানাই দেশের সার্থে যাতে সুষ্ঠু ভাবে বাস্তবায়ন হয়।
দেশ এগিয়ে যাক এইটা আপনি-আমি সবাই চাই। দেশের সার্থে, দেশের জনগণের সার্থে আমাদের নিজের জায়গা থেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি।
পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, যাতে আমার দেশ
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাক।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত