
জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় কোরনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকারের অ-ঘোষিত লক-ডাউন অবস্থায় হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী ও জীবাণুনাশক বিতারন করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের প্রাক্তন ছাত্র পরিষদ ও সহযোগী বন্ধু মহল।তাদের ত্রান সামগ্রী সমূহ হল,প্রত্যেক পরিবার প্রতি, চার কেজি আটা,দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি লবণ।এ কাযর্কম আগামী ৯/৪/২০ তারিক পর্যন্ত অব্যাহত থাকবে।তাদের মুল বাণী হল আপনারা সচেতন থাকুন, সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধোও, ঘর-বাড়ি জীবাণুনাশক দিয়ে পরিস্কার করুন,সরকারী বিধি-নিষেধ মেনে চলোন,আপনারা ঘরে থাকুন খাবার পৌছে দেবার দায়িত্ব আমাদের।তারা সাংবাদিকদের বলেন-যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা নিজ-নিজ এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে দেশের এ ক্রান্তিকালে কোরনার প্রকোপ বাড়তে পারবে না।বিভিন্ন প্রতিষ্টান ও সুশীল সমাজের নাগরীকগন তাদের এ প্রচেষ্টাকে স্বাগতম জানিয়েছেন।