
স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, রাজনীতি হল মানবসেবা। সেই সেবার মানসিকতা নিয়ে গৃহবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের নিকট খাদ্য সামগ্রী তুলে দেয়া প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা খেটে খাওয়া মানুষের নিকট কিছু তুলে দেয়ার চেষ্টা করছি। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় থাকাসহ সাবান ও পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে। তিনি আজ ৪ এপ্রিল শনিবার তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে চট্টগ্রাম কোতোয়ালীস্থ ফিরিঙ্গিবাজার, কোতোয়ালী মোড়, বাটা গলি, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসে গৃহবন্দি অসহায় মানুষের নিকট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন। করোনায় সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তিনি শতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি বিতরণ করেন। আগামী দিনেও এই সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ফরিদুল আলম, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হাটহাজারী নেতা যিশু দেবনাথ, বাবলু দেবসহ অনেক নেতৃবৃন্দ।
(প্রেস বিজ্ঞপ্তি)