
আজকের কর্ণফুলী ডেস্কঃ
চট্রগ্রাম মিডিয়ায় সবাই কম বেশি পুলিশ মামা হিসেবেই চিনে তাকে। যদিও পেশায় ট্রান্সপোর্ট ও বিভিন্ন ব্যবসা করে। অভিনয় করেছেন কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তে। বিশেষ করে হৃদয় টিভির “গল্পটা বন্ধুত্বের” নাটিকায় মামা চরিত্র করে অনেক সুনাম কুরিয়েছেন।বলতেছিলাম হৃদয় টিভি গ্রুপের সিনিয়র সদস্য মোহাম্মদ কামাল(কামাল মামার) কথা। হৃদয় টিভি অনলাইন চ্যানেল এর পক্ষ থেকে একশত দুস্থ এতিম পরিবার কে সাহায্য করেন।আর এই সাহায্য রাতের আধারে পৌঁছে দিচ্ছেন কিছু মানবতা প্রেমি হৃদয় টিভি গ্রুপের সদস্যরা। বিশেষ করে কামাল মামার কথা না বললেই নয়, করোনা ভাইরাস এর ভয়ে যেখানে ডক্টর রোগি দেখেনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ও চলাচলের ব্যবস্থা বন্ধ, ঠিক সেই মুহুর্তে তার প্রিয় বাইক নিয়ে রাতের আধারে হৃদয় টিভির চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় কে সাথে নিয়ে পৌঁছে দিচ্ছেন বাড়ি, বাড়ি ত্রান-সাহায্য কিছু না খেয়ে থাকা গরিব অসহায় পরিবার এর হাতে।তাকে নিয়ে হৃদয় টিভি চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, আমার দেখা একজন অসাধারণ ভালো মনের মানুষ কামাল মামা, তিনি আমাদের সাথে থেকে অনেক ভালো কাজেই অংশগ্রহণ করেন কিন্তু কখনো ছবি তুলতে চায় না, গরীব অসহায় পরিবার এর খোজ নিয়ে আমাকে জানায় আর সন্ধ্যা হলে ছুটে আসে ত্রান-সাহায্য পৌঁছে দেয়ার উদ্দেশ্য নিয়ে। জয় হোক মানবতার জয় হোক ভালোবাসার।