
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা চালানো অব্যাহত রয়েছে।
কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন জানান, কাপ্তাই তথ্য অফিস কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন এলাকায় প্রতিনিয়ত প্রচারনা চালিনো হচ্ছে। কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, নতুনবাজার, চন্দ্রঘোনা, কেপিএম এলাকা, রাইখালী বাজার এলাকা, মিশন হাসপাতাল এলাকা সহ প্রতিটি ইউপি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিস সচেতনামূলক প্রচারনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।