
প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আসসালামু আলাইকুম,
নোবেল করোনা ভাইরাস ( কোভিড ১৯) এর দেশব্যাপী প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজন ব্যতিত বাসার বাইরে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে সমাজের অনেক মানুষ কর্মহীন হওয়ায় তাদের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার সম্মানিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। ত্রাণ সহায়তা সঠিকভাবে তদারকি করার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিম্নবর্ণিত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সচিবদের সমন্বয়ে ইউনিয়ন ভিত্তিক তদারকি দল গঠন করেছে। ত্রাণ সংক্রান্ত যে কোন বিষয় আপনার এলাকার সম্মানিত জনপ্রতিনিধিদের অথবা নিম্নোক্ত কর্মকর্তাগণ কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ নিজাম উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোবাইল নাম্বার ০১৯১৫৩৩১০৫৩ । মো. মাসুদুর রহমান, ইউএনও, রাঙ্গুনিয়া।
(প্রেস বিজ্ঞপ্তি)