
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
মহামরি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে কার্যত লগডাউন। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।এই অবস্থায় রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের আওতায় সর্বমোট ১০০০ হতদরিদ্র পরিবার পেলো সরকারি ত্রান সহায়তা। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ৪০০, উপজেলা পরিষদ হতে গাড়িচালক দের ৫০ এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৫৫০ টি পরিবার পেলো ত্রানসহায়তা। এছাড়া রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।।