
বিশেষ প্রতিনিধিঃ
আগুন লেগে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলার রাজস্থলী উপজেলার বলিপাড়া সেনাক্যাম্পে রেশন নিয়ে অবতরনের সময় এ ঘটনা ঘটে। তবে, পাইলট স্কোয়াড্রন লিডার অাদনান ও কো পাইলট ফ্লাইট লেঃ সাহেদ অক্ষত থাকলেও হেলিকপ্টারে থাকা অন্য দুজন সামান্য অাহত হয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাটি থেকে রেশন নিয়ে রাজস্থলীর বলিপাড়া সেনা ক্যাম্পে অবতরনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারে অাগুন ধরে যায়। তবে শেষ পর্যন্ত পাইলট হেলিকপ্টার অবতরন করতে সমর্থ হন। ঘটনায় রেশনসহ হেলিকপ্টারটি পুড়ে যায়। পরে চট্টগ্রাম থেকে অারো একটি হেলিকপ্টার এসে পাইলটসহ অন্যান্যদের চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়।
রাজস্থলী থানার ওসি মফজল অাহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা। পাইলট ও কো পাইলট অক্ষত অাছেন। অন্যদুজন সামান্য অাহত হয়েছেন।