
ঝুলন দত্ত, বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রের মাঝে রাংগুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক রবিবার(১২ এপ্রিল) চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সরকার ঘোষিত ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এইসময় রাগুনিয়া পৌরসভা ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের ত্রাণ কমিটির সমন্বয়ক রাগুনিয়া পৌরসভার মেয়র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ ইদ্রিস আজগর,রাগুনিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ,রাগুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছের উদ্দিন রিয়াজ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নেজাম চাষী, সদস্য মোঃ মোজাম্মেল মোজা মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য মোঃ এরফান সহ প্রতি টি ওয়ার্ড মেম্বাররা উপস্হিত ছিলেন।