শিলক গৌরাঙ্গ বাড়ি ও সেবাশ্রমের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কামাল হোসেনঃঃ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক গৌরাঙ্গ বাড়ি ও সেবাশ্রমের উদ্যোগে করোনার মহামারীতে কর্মহীন গরিব মানুষের মাঝে শিলকের প্রতিটি ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরণ করা হয়। গত ১২ এপ্রিল মন্দির কমিটির কর্মকর্তা বাবু প্রণব দের তথ্যাবধানে এসব খাবার সামগ্রী বিতরণের সময় উপস্তিত ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুদার, মন্দিরের সেবায়িত পুরহিত স্বরূপ মহারাজ, মাস্টার অপূর্ব দে, তপন অাচার্য্য, মাস্টার সজীব দাশগুপ্ত,তাপস মালাকার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রনব দে, শিলক পুজা উজ্জাপন পরিষদ নেতৃবৃন্ধ সহ এলাকার স্থাণীয় জনতা। জানাযায় শিলকের প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে মোট ১২২ পরিবারের মধ্যে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত