
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙ্গামটি) প্রতিনিধি।
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই নৌবাহিনীর উদ্যোগে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। বৃহস্পতিবার (১৬-০৪-২০২০) কাপ্তাই এলাকায় শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির তত্ত্বাবধানে নৌবাহিনী সদস্যরা দিনব্যাপী কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই নতুন বাজার এবং সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করে বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করেন।