
আজকের কর্ণফুলী ডেস্কঃ
সম্প্রতি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের চাউলের ডিলার গরিব অসহায় মানুষের ১০ টাকা কেজি চাউল নিয়ে জালিয়াতি ও ভুক্তভোগীদের মানববন্ধন ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করার পর, ডিলার চাউল চোর কবির হোসেনের সহকারী ও চেয়ারম্যান এই বিষয়ে কথা না বলে সাংবাদিকের সাথে যা কিছু কথা হয়েছে তারই ধারাবাহিকতায় সংবাদে চেয়ারম্যানের বক্তব্য চলে আসায়, চেয়ারম্যানের লোকজন সহ কবির ডিলারের লোকজন পরিচয় না দিয়ে সোস্যাল মিডিয়া ফেইজবুক, মোবাইল ফোন ও বিএনপি ও জামাতের এজেন্ট দেশের বাহিরে বসে একটা নিউজ পোর্টাল muktirmichil24 নামক একটি পোর্টালে রনি নামের এক বিএনপি জামায়াতের এজেন্ট যে কিনা তার শিক্ষকের মেয়েকে নিয়ে পালিয়েছিলো এবং তার ভাই ও একজন মেম্বার, আর নাম জহির মেম্বার গং মিলে মিথ্যা প্রচার করায় আনন্দ টিভি লাকসাম প্রতিনিধি, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি ও বিবিসিবার্তা২৪ এর প্রকাশক ও সম্পাদক এম এ কাদের অপু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার কারনে অদ্য ১৮/০৪/২০২০ ইং রোজ শনিবার লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। লাকসাম থানার জিডি নং ৬৭৭/২০.
এইদিকে এই চাউল চোর কবিরের বিরুদ্ধে মানববন্ধন ও করেন ভুক্তিভোগীরা। মানব বন্ধন করার ২ দিন পর চেয়ারম্যান তার নিজ কার্যালয়ে ভুক্তভোগীদের ডেকে নিয়ে ৩০ কেজি সরকারি চাউলের যায়গায় ২৫ কেজি করে দেওয়ারে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বরাবর একটি লিখিতি অভিযোগ দায়ের করার পর সাংবাদিক এম এ কাদের অপু ~লালমাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল আত্বসাত, ইউএনও বরাবর অভিযোগ~ এই শিরোনাম নিউজটি প্রকাশ করার পর থেকেই হুমকি ধমকি ও বিভিন্ন ফেইজবুক আইডি দিয়ে গালিগালাজ থেকে শুরু করে হুমকি দিচ্ছিলেন এক শ্রেনীর কিছু দালাল। এসব মিথ্যা অপপ্রচারের কারনে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে।