
বিশু তনচংগ্যা কাপ্তাই হতে[starlist][/starlist]
অাসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই উপজেলার ৭ টি মন্দিরে নিশ্রিদ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হবে। প্রতিটি পুজা মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি বিজিবি সদস্যরা প্রতিটি পুজা মন্ডপে টহলে থাকবে। শনিবার(১৩ অক্টোবর) কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে দূর্গা পুজার প্রস্তুতি সভায় নির্বাহী অফিসার অাশ্রাফ অাহমেদ রাসেল সভাপতির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্ততি সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গা,মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই থানার অফিসার ইনর্চাজ সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য, সম্পাদক সাগর চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
এই বছর কাপ্তাই এর ৭ টি পুজা মন্ডপের জন্য রাংগামাটি জেলা পরিষদ হতে ৭ মেট্রিকটন, রাংগামাটি জেলা প্রশাসন হতে ৩. ৫০ মেট্রিকটন এবং ওয়াগ্গা ৪১ বিজিবির পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়।