
রাঙ্গামাটি ব্যুরো অফিসঃঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ম ধাপে করোনা ভাইরাস প্রকোপে কর্মহীন আরো ২০০০ পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ৫ম ধাপে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন এর ২০০০ কর্মহীন হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়েছে। যার মধ্যে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৫০০, ২ নং রাইখালী ইউনিয়নে ৫০০, ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩০০, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩০০ এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪০০ পরিবার সহ সর্বমোট ২০০০ পরিবার পেললো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। তিনি আরো জানান, সামাজিক দুরত্ব রক্ষার্থে প্রতিটি ইউনিয়নে আমরা বন্টন করে দিয়েছি, ইউপি চেয়্যারম্যান ও ইউপি সদস্যদের, যাতে এই উপহারসামগ্রী প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো যায়।।