বোয়ালখালীতে ৫০ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত পঞ্চাশ হাজার টাকা বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে গত ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালীর মাধ্যমে বিতরণ করা হয়। উক্ত আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি ৫০ জন ব্যক্তির মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত