ফরিদগঞ্জ অসহায়দের মাঝে ছাত্রলীগের ভালোবাসার খাদ্যসামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক

 

শিমুল হাছান:

করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি নিষেধাজ্ঞার কারণে উপজেলার  কর্মহীন হয়ে পড়া প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে একজাক তরুন ছাত্রলীগ।গত কয়েকদিনযাবত উপজেলা ছাত্রলীগ আল-আমিন আহম্মেদ, শারওয়ার হোসেন(রনি), শরিফ মৃধা, মেহেদী হাছান রাছেলের নিজর্স অর্থায়নে  পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ শতাধিক খাদ্যসামগ্যী সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসুচি প্রদান করেন অসগহায়দের পাশে দাড়িয়েছেন।  এসময় ছাত্রলীগ পরিবারের সদস্যরা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেই র্নিদেষনা দিয়েছেন তা মেনে চলার অনুরোধ জানান। আপনারা ঘরে থাকুন আমরা  আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁচে দিব।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত