মহেশপুরে মথুরা গ্রামে একটি পরিবারকে একঘোরে করে মাইকিং ঘোষনা, অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক

মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে মথুরা নগর গ্রামে মৃত লুৎফর রহমানের ৭ পুত্রকে গ্রামের সমাজ থেকে সামাজিক বিচ্ছিন্ন করে মসজিদের মাইকে মাইকিং করা সহ একঘোরে করার ঘোষনা করা হয়েছে।
জানা গেছে উপজেলার ৩নং পান্তা ইউপির ১নং ওয়ার্ডের মথুরা নগর গ্রামে কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে গ্রামের মৃত লুৎফর রহমানের ৭ পুত্রের সাথে কবরস্থান কমিটির  সাথে দন্ধ চলে আসছিল। দন্ধটি চলমান থাকায় তাহা নিরশনের জন্য মৃতঃ লুৎফর রহমানের পুত্র মনিরুল ইসলাম বাদী হয়ে কমিটির ৭ ব্যক্তির নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উক্ত বিষয়টি সমাধানের জন্য উভয়কে একটি সময় বেঁধে দেন।
এঘটনাই প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে গ্রামের জামে মসজিদের মাইকে মৃতঃ ইসমাইল মন্ডলের ছেলে শফিকুলের মাধ্যমে মাইকিং করে মৃতঃ লুৎফর রহমানের ৭ ছেলেকে অবান্চিত ঘোষনা করে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এভাবে সরাসরি মসজিদের মাইকে মাইকিং করে ঘোষনা করায় লুৎফর রহমানের ৭পুত্র বিশাল লজ্জিত হয়ে গ্রামে কোন স্থানে যেতে পারছে না, এব্যাপারে বিষয়টি উল্লেখ করে গত ২২ এপ্রিল লুৎফর রহমানের পুত্র মনিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে দন্ধ চলছিল, ইতি মধ্যে মনিরুল থানায় অভিযোগ করায় গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে পড়েছে। তবে সমাজে কোন শালিস বৈঠক না করে ঐ পরিবারকে এভাবে একঘোরে করে মাইকিং করা ঠিক হয়নি। এব্যাপারে মাইকিং করা শফিকুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত