
বিশু তনচংগ্যা কাপ্তাইঃ
সংরক্ষিত মহিলা অাসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি বলেন, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এই দেশের প্রতিটি উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে প্রমান করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি অারো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
যোগ্য নেতৃত্বে এই দেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছে।
ফিরোজা বেগম চিনু এমপি শুক্রবার কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির অায়োজনে কর্ণফুলি নদীতে বিজয়া নৌ-র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট হতে শুরু হয়ে নৌ-র্যালিটি কর্ণফুলি নদীর পথে কেপিএম, নারানগিরি এবং উপজেলা সদর পরিভ্রমন করেন। কাপ্তাই উপজেলা ৭টি মন্দির হতে হাজার হাজার ভক্ত প্রতিমা নিয়ে এই নৌ র্যালিতে অংশ নেন। কর্ণফুলি নদীর দুইপাশে হাজার হাজর নরনারী এই নৌ-র্যালিএবং প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করেন। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক ক্লান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় নৌ-র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল শহীদুল ইসলাম,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব ক্লান্তি দাশ,স্মৃতিবিকাশ ত্রিপুরা,শান্তনা চাকমা,রাজু চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল,সাবেক উপজেলা পরিষদ চেয়্যারম্যান অংশুইছাইন চৌধুরী। নৌ র্যালিতে উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য,জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অালোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু,এর অাগে ঝুলন দত্তের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।