
রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
সারা পৃথিবীতে আজ করোনা ভাইরাস আক্রান্ত দিন দিন বেড়ে চলেছে। করোনা ভাইরাস এর প্রভাব বাংলাদেশও পড়েছে, বিভিন্ন জায়গায় চলছে লকডাউন, সাধারণ মানুষের রোজি রোজগার নেই তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বৃত্তবানদের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করা হচ্ছে, আজ রাঙ্গুনীয়া উপজেলা ত্রাণ সমন্বয় সভায় রাঙ্গুনীয়া থেকে নির্বাচিত এমপি ড. হাছান মাহমুদ এর পক্ষে সহায়তা প্রকল্পের কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব শাহজাহান সিকদার ও রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ ও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এই সময় পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব শাহজাহান সিকদার বলেন সবাই যেন ঘরে থাকি সরকারের দিক নির্দেশনা মেনে চলি তাহলে রাঙ্গুনীয়া করোনা হতে সেইভ থাকবে। সরকারের দেওয়া সহায়তা কার্ড ঘরে ঘরে পৌছুতে উপস্থিতিদের অনুরোধ করেন। পৌরবাসীর যেন ক্ষুধা মুক্ত সুস্থতা থাকে সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
চিত্র ধারণঃ সেকান্দর হোসেন সান্ত।