
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে ক্রেতা সেজে এক সবজি ব্যবসায়ীর টাকার ব্যাগ চুরি করে পালিয়েছে এক ভদ্রবেশী চোর। সবজি ব্যবসায়ী উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের রায়পুর গ্রামের মধুর পুত্র রিপন (১৯)। সবজি ব্যবসায়ী রিপন জানান, আজ সোমবার সকাল আনুমানিক ১১টায় একজন অজ্ঞাত লোক আমার ভ্রাম্যমান দোকানে এসে প্রথমে একটি বাঙ্গি নেয় এবং আমাকে করল্লা দেওয়ার কথা বললে আমি তাকে করল্লা দিয়ে অন্য খরিদ্দারকে সবজি দিতে ব্যস্ত থাকি। এরপর তাকিয়ে দেখি করল্লা, বাঙ্গি রেখে আমার পাশে রাখা টাকার ব্যাগ নিয়ে লোকটি পালিয়েছে। ব্যাগে প্রায় ৮,০০০/- (আট হাজার) টাকা ছিল।