
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত এলাকায় সনাতন ধর্মের দূর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে টেকনাফ উপরের বাজার কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও সদর ইউনিয়ন ডেইল পাড়া দূর্গা মন্দিরের প্রতিমা মহেষখালীয়পাড়া ঘাটে বিসর্জন দেওয়া হয়েছে। তবে বিসর্জনের সময় সাগর সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব দেখা দিয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যার,পুলিশ,বিজিবি ও আনসার বাহিনীর উপস্থিত ছিল। গত সোমবার সন্ধ্যা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়, পরে সপ্তমী, মহাষ্টমী ও কুমারী পূজা এবং বিজয়া দশমী শেষে বিকালে সাগর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে এক যোগে টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও ডেইল পাড়া দূর্গা মন্দির। টেকনাফ পূজা উদযাপন পরিষদ সভাপতি ও ডেইলপাড়া দূর্গা মন্দির সভাপতি সনজিত কুমার শীল জানান, টেকনাফে সুষ্টুভাবে মন্দির সমূহে পুজা শেষে প্রতিমা সমূহ বিসর্জন দেওয়া হয়। এবারের পূজা সুষ্টভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে সনাতন ধর্মাবলীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।