মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় করোনা স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ

গত ৭ মে বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সর নতুন ভবনের সামনে করোনাভাইরাস স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো:মামুন উর রশিদ,ভাইস চেয়ারম্যান মোঃআবুল বাসার মাষ্টার ওসি মোঃমতিয়ার রহমান মিঞা, প্রকৌশলী তৈয়ুবুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জিসমিন। উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন- করোনাভাইরাসেরর প্রকোপ কমাতে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যেগকে ত্বরান্বিত করতে উপজেলার নিজ অর্থে বুথ বসানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন-উপজেলার পক্ষ থেকে জেলার সাটুরিয়াতে প্রথম স্যাম্পল কালেকশন বুথ বসানো হল।এছাড়া উপজেলার পক্ষথেকে ১০০ পিপি ও ১০০০ স্যাম্পল কালেকশন কিট সরবরাহ করা হয়েছে। সকলে নিরাপত্তার সাথে স্যাম্পল কালেকশন করতে পারে ও সাটুরিয়া উপজেলায় করোনাভাইরাসেরর প্রকোপ স্বাভাবিক অবস্থানে রাখতে আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত