মা

নিজস্ব প্রতিবেদক

সাকিল ইমতিয়াজ

মায়ের উপমা আমি কি দিয়ে করিবো শুরু?
মা আমার জগৎ বাচা স্নেহের এক মহান গুরু।
মায়ের সাথে জড়িয়ে আছে পৃথিবীর সর্ব সুখ
মা যে আমার সর্ব কালের মায়া বাড়ানো অসুখ।

মায়ের সাথে করি আমি আছে যতো বাহানা,
রান্না শেখা গল্প করা আছে যতো অজানা।
মায়ের কোলের শিশু হয়ে থাকি সারাবেলা
যখন চেয়েছি যা পেয়েছি সব করেনি হেলা।

আমার দেখা বিশ্ব সেরা সুন্দর যে এক হাসি
মায়ের ছাড়া কার হবে আর তবুও বলতে আসি।
কপালে দেয় নি কালি কেউ এটাও মায়ের কাজ
আমার প্রতি সাবধানতায় সব করছে নেই লাজ।

মা আমার ডাক্তার সাহেব নেই তবে সার্টিফিকেট
মা আমার দিবানিশি বিন্যাস্ত একটি সুখের ঘর।
মায়ের ঋণ আমি কি দিয়া করিবো শোধ?
মায়ের তরে বিলাবো জীবন আমার যা হওয়ার হোক।

একটা শব্দে এতো সুধা আমায় দাও শক্তি প্রভু
মায়ের তরে বিলাতে জীবন দ্বিধা যেন না হয় কবু।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত