মানিকগঞ্জে নতুন করে ১ জন সহ করোনায় আক্রন্ত ২৪ , সুস্থ ১০

নিজস্ব প্রতিবেদক

জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় গোপিনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে ফিরোজা বেগম করোনাভাইরাস(কোভিড-১৯) আক্রন্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২৪। স্থানীয় সূত্রে জানা যায়,ফিরোজা বেগম কয়েকদিন যাবত জ্বর, শ্বাস-কষ্ট ও গলাব্যাথা নিয়ে অসুস্থ ছিলেন।অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তাকে পরিক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। হরিরামপুর উপজেলা প্রশাসনের নির্দেশে তার বাড়ির আশে-পাশের ৫ বাড়ি ১৪ দিনের জন্য লক-ডাউন করা হয়।তাহার বাড়ির সামনে মসজিদে নামাজিদের ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঃ মালেক খান বলেন-আগামীকাল আক্রন্ত ব্যক্তির পরিবারবর্গের সকলের নমুনা পরিক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। নির্বাহী কর্মকর্তা জানান- লক-ডাউন পালনে যেন কোন প্রকার অবহেলা না হয় সে জন্য সার্বক্ষনিক পুলিশ প্রশাসন তদারকি করবে। এ দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, এ পর্য়ন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সুস্থ হওয়া ১০জন ব্যক্তির মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৩জন, সিংগাইর উপজেলার ৪জন এবং হরিরামপুর, ঘিওর ও শিবালয় উপজেলার রয়েছেন ১জন করে। জেলায় আক্রান্ত ব্যক্তির অন্যরা তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং ভালো আছেন বলে জানান তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত